Income Tax Rules, 1984 (As Amended up to 2021)
Income Tax Rules, 1984 (As Amended up to 2021) Add to cart
বইটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
- বইটিতে গত ৩৫ বছরের Reference রয়েছে ।
- প্রত্যেকটি Refrrence Superscript এর মাধ্যমে দেখানো হয়েছে ।
- বইটি তিন (৩) কালারের ছাপানো হয়েছে ।
- কালো কালার যে সকল section Exhibiting আছে অর্থাৎ ২০২০ সালে বলবৎ আছে সেই সকল Section গুলো কালো কালারে ছাপা হয়েছে ।
- লাল কালার যে সকল section delete কারা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন Finance Act এর মাধ্যমে সে সকল section গুলো কে বই থেকে বাদ না দিয়ে লাল কালারে ছাপানো হয়েছে এবং লাল কালারের Superscript এর মাধ্যমে deleted section গুলোকে indicate করা হয়েছে ।
- নীল কলার -২০২১ সালের Finance Act এর মাধ্যমে যে সকল section নতুন সংযোজিত হয়েছে সেই সকল section গুলোকে নীল কালারে ছাপা হয়েছে ।
- বইটি ৯ ½ÕÕ x ৭ ½ কাগজে ছাপা হয়েছে যাতে করে সকল শ্রেণী পেশার মানুষ বইটি পড়তে দৃষ্টি শক্তির উপর চাপ না পড়ে ।
- বইটি মসৃন অপসেট কাগজে ছাপানো হয়েছে ।
- প্রতিটি অধ্যায় একটি নতুন পাতা থেকে ছাপা শূরু কারা হয়েছে ।
- বইটি একটি সুন্দও অভিজত্তোর কালারে ছাপা হয়েছে ।